হোম > ছাপা সংস্করণ

মোল্লাহাটে জিম্মি করে চাঁদা দাবি আটক ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে এক ব্যক্তিকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সানাউল্লাহ মোল্লা (৪০) নামে একজনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। পরে তাঁর বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

উপজেলার জয়ডিহি এলাকার বিলের মধ্য থেকে গত সোমবার তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বাড়ি থেকে ৫১টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক সানাউল্লাহ মোল্লা উপজেলার সরসপুর গ্রামের বাসিন্দা। এ সময় জিম্মি বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের ফকির মনিরুল ইসলামের ছেলে ফকির সৈকতকে (২৫) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে সানাউল্লাহ মোল্লা ভুক্তভোগী সৈকতকে কাজ দেওয়ার কথা বলে জয়ডিহি এলাকায় নিয়ে আসে এবং একটি ফাঁকা বিলের মধ্যে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। মোবাইল ফোনে ভুক্তভোগী পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

কিন্তু ভুক্তভোগীর পরিবার চাঁদার টাকা না দিয়ে মোল্লাহাট থানা-পুলিশকে বিষয়টি জানায়। আটক সানাউল্লাহ মোল্লা জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করেছেন বলে জানান তিনি। সানাউল্লাহ মোল্লা চাঁদাবাদ ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করে আসামিকে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ