বাংলাদেশ-ভারত প্রতিদ্বন্দ্বিতার যেটুকু ঝাঁজ, এর প্রায় সবটাই সাদা বলে, বিশেষ করে ওয়ানডেতে। ভারতের সঙ্গে লাল বলের লড়াইটা সেভাবে জমাতে পারেনি বাংলাদেশ।
আজ থেকে শুরু চট্টগ্রাম টেস্টেও সাকিবদের বিপক্ষে পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলবে নামবেন কোহলি-রাহুলরা।
পরিসংখ্যানে তো পিছিয়েই, চোট সমস্যা আরও পেছনে ঠেলে দিচ্ছে বাংলাদেশ দলকে। চট্টগ্রাম টেস্টে তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। পিঠের চোট থেকে ফিরে এখানেই শেষ ওয়ানডেতে খেলেছিলেন এই পেসার। তবে টেস্টের জন্য এই মুহূর্তে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো একাদশ নিয়ে যে ধারণা দিয়েছেন, সেখানে নেই তাসকিন। চোট নিয়ে চিন্তা আছে সাকিব আল হাসানেরও। পরশু মাঠে এলেও দলীয় অনুশীলনে যোগ দেননি। গতকাল মাঠে এসে তো ভয়ই ধরিয়ে দিয়েছিলেন। মুশফিক-মুমিনুলরা যখন গা গরমে ব্যস্ত, অ্যাম্বুলেন্সে করে স্টেডিয়াম ছাড়েন সাকিব।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সার পিঠে লাগে সাকিবের। ঢাকায় প্রথম স্ক্যানে চিড় ধরা পড়েনি। তবে ব্যথামুক্ত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যান করতে চট্টগ্রামের একটি হাসপাতালে ছুটে যান। সেখানেও ইতিবাচক ফলই পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ মাঠে নামতে অসুবিধা নেই সাকিবের। দলের অনুশীলনের শেষ দিকে নেটে মিনিট বিশেক ব্যাটিং করেছেন। এভাবে ম্যাচে নেমে পড়া অবশ্য তাঁর কাছে নতুন নয়। এ মাঠেই গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করোনা থেকে সেরে ঘণ্টাখানেকের অনুশীলনে ম্যাচে নেমে পড়েছিলেন। বোলিংয়ে দুই ইনিংসে ৪ উইকেট ও ব্যাটিংয়ে এক ইনিংসে ২৬ রান করেছিলেন। ম্যাচটা ড্র করেছিল বাংলাদেশ।
আজ জাকিরের কাছ থেকে ভালো শুরু চান ডমিঙ্গো। টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা বাংলাদেশের আশা, এই ভালো শুরুটা শেষ পর্যন্ত টেনে নেওয়া। গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর থেকে যে কাজে ব্যর্থ ডমিঙ্গোর শিষ্যরা। বছরের শুরুটা যাদের এত দুর্দান্ত, মাঝের ব্যর্থতা পেছনে ফেলে শেষটা কি সুন্দর হবে বাংলাদেশের?