হোম > ছাপা সংস্করণ

শিশু আদুরী হত্যায় তিনজনের ফাঁসি

মাদারীপুর প্রতিনিধি

রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামের শিশু আদুরী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। রায়ে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন-রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকার রাজিব হাওলাদার (৪১), কোদালিয়া বাজিতপুরের রিমন হোসাইন ওরফে ইমন গাছী (৩২) ও পিরোজপুরের ভৈরমপুরের শফিকুল ইসলাম মোল্লা (৩১)।

এ ছাড়া মামলায় বাগেরহাটের সেলিম হাওলাদারের (৪১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় টুকু সরদারের মেয়ে আদুরী আক্তার (৫)। পরে টুকু সরদার বাদী হয়ে ৬ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন। পরে ওই মসজিদের ইমাম শফিকুল ইসলামকে রাজৈর থানা-পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মসজিদের পাশ থেকে আদুরী আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরবর্তীতে মামলার চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। তবে তিন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। মামলার রায়ের দিন মামলার এক আসামি রিমন হোসাইন ওরফে ইমন গাছী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন আদালত।

নিহতের বাবা টুকু সরদার বলেন, ‘আমার মেয়ে হত্যার রায়ে আমি খুশি হয়েছি। সরকারের কাছে একটাই দাবি এই ফাঁসির রায় যেন দ্রুত কার্যকর হয়। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আদুরী নামে এক শিশুকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে লাশ পুতে রাখা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মসজিদের ইমামকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহার আদালত এই মামলায় রায় দেন। রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দেন ও একজনকে বেকসুর খালাস দেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ