চট্টগ্রাম নগরীর ৫ লাখ ৩২ হাজার শিশুকে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার শুরু হবে চার দিনব্যাপী এ ক্যাম্পেইন। চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে এ সব তথ্য জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
শনিবার মেমন মাতৃসদন হাসপাতালে ক্যাম্পেইন উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিকের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
জানা গেছে, ৫ লাখ ৩২ হাজার শিশুর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫২ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়াও বাদ পড়া শিশুদের চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও মাতৃসদন হাসপাতালে ক্যাপসুল খাওয়াতে পারবেন অভিভাবকেরা।