হোম > ছাপা সংস্করণ

কাল থেকে দেওয়া হবে শিক্ষার্থীদের টিকা

যশোর প্রতিনিধি

যশোরে আগামীকাল সোমবার থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এসএসসি পরীক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে সে কার্যক্রমও শুরু হয়েছে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা যশোর পিটিআই কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। সে ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে জন্মসনদ, পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র। যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানান, শিক্ষার্থীদের করোনা টিকাদানের ক্ষেত্রে কেন্দ্র থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে, ছয়টি বুথ স্থাপন এবং তা হতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হবে। এ জন্য প্রয়োজন ২৪ ঘণ্টা জেনারেটর সাপোর্ট। এ ছাড়া টিকা পরিবহনের জন্য প্রয়োজন হবে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি।

শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম বলেন, ‘যশোর জেলায় শুধুমাত্র কালেক্টরেট স্কুলের হলরুম শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ছয়টি কক্ষ নেই। যে কারণে আমরা গত শনিবার কার্যক্রম শুরু হলেও এগোতে পারিনি। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে টিকাদান কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয় পিটিআই ভবনকে। আজ রোববার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বসে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে। এবং আগামীকাল সোমবার থেকে কার্যক্রম চালু করা হবে।’

শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানান, শিক্ষার্থীরা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপির সঙ্গে দুটি করে ফটোকপি এবং জন্মসনদ নিয়ে আসবে। এইচএসসি পরীক্ষার্থীদের বেলাতেও একই পন্থা অবলম্বন করতে হবে। তবে এরই মধ্যে কারও জাতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেলে সেটি আনতে হবে। এ ছাড়া স্কুল ও কলেজগুলো থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আমাদের কাছে একটি তালিকা পাঠাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ