দিনাজপুরের বিরল উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম। ইচ্ছা ছিল লেখাপড়া শেষে সরকারি চাকরি করবেন। কিন্তু ভাগ্যে তা জোটেনি। পরে নিজ উদ্যোগে কিছু করার পরিকল্পনা করেন তিনি। বাড়ির পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। খামার করেই বসে থাকেননি তিনি। খামারে পালিত গরুর গোবর আর কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। এখন দুধ বিক্রির পাশাপাশি সার বিক্রি করে বাড়তি আয় করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, খামার গড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তানজিমুল। তাঁর খামারে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, ‘শিক্ষিত যুবক তানজিমুল ইসলাম একজন সফল উদ্যোক্তা। খামারে দুগ্ধ উৎপাদনের পাশাপাশি গরুর গোবর, খামারের উচ্ছিষ্ট আর কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন তিনি। কৃষি জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে এই সারের ব্যাপক চাহিদা রয়েছে।