নাগরপুরে জল্পনা-কল্পনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান ও সদস্যসচিব মাহমুদুল হক সানু এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম, সদস্যসচিব মো. হাবিবুর রহমান হবি ও ৭ যুগ্ম আহ্বায়কসহ ৪২ জনকে সদস্য করে মোট ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি।
নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি গৌতম চক্রবর্তী বলেন, এই কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘ দিন পর হলেও নাগরপুর উপজেলায় একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য; সর্বশেষ ২০০৯ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছিল। দীর্ঘ এক যুগ পরে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হলো।