চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মাহফুজা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার বৈদ্যুতিক পানির পাম্প থেকে পানি তুলে গোসল করার সময় বিদ্যুতায়িত মারা যান তিনি। চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ায় এ ঘটনা ঘটে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাহফুজা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ার বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, ‘বিকেলে পরিবারের সদস্যরা বিদ্যুতায়িত হওয়া মাহফুজা নামের এক বৃদ্ধাকে জরুরি বিভাগে নিয়ে আসেন।’
সাইদুর রহমান আরও বলেন, ‘জরুরি বিভাগে মাহফুজাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। গোসল করার জন্য বৈদ্যুতিক পানির পাম্প চালাতে গেলে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’