হোম > ছাপা সংস্করণ

অভিযোগ শুনানি শেষ আদেশ ২ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে সাত বছর আগে কোকেন জব্দের ঘটনায় করা চোরাচালান মামলায় ১০ আসামির অভিযোগ গঠন বিষয়ে শুনানি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞাঁর আদালতে শুনানির পর আদেশের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘চোরাচালান মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়েছে। আদালতে উপস্থিত আসামিরা নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়েছেন। আর আমরা রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেখিয়েছি। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।’

চোরাচালান মামলার আসামিরা হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান, মৌলভীবাজারের বকুল মিয়া, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মোস্তাক আহমেদ। নূর মোহাম্মদ জামিনে গিয়ে পলাতক রয়েছেন। অন্য তিনজন ঘটনার পর থেকে পলাতক। এ ছাড়া জামিনে থাকা আসামিরা হলেন কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। কারাগারে থাকা আসামিরা হলেন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা ও পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান।

পিপি আরও বলেন, কোকেন জব্দের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য নেওয়া চলছে। ২০১৯ সালের ২৯ এপ্রিল মামলার ১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর, একই বছরের মে মাসে সাক্ষ্য নেওয়া শুরু হয়। ওই মামলায় এ নিয়ে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৫ সালের ৬ জুন কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে। ১০৭ ড্রামের মধ্য থেকে ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন পাওয়া যায়। চালানটি বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ