সখীপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের মসজিদসংলগ্ন মাঠে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মেলার শুরু হয়। উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।