প্রায় ৪ লাখ টাকার যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের পর সচল হয়েছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) করোনা পরীক্ষার আরটি পিসিআর মেশিন। ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং করপোরেশন (প্রা.) লিমিটেডের কারিগরি প্রতিনিধি দল গত বুধবার দিনভর চেষ্টা চালিয়ে মেশিনটি সচল করতে সক্ষম হয়।
গত বুধবার রাতে নমুনা সংগ্রহ করে পরীক্ষামূলক করোনা পরীক্ষায় ফলাফল সন্তোষজনক হয়। নিশ্চিত করেছেন শেবাচিমের আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ ডা এ কে এম আকবর কবির। শেবাচিমের অধ্যক্ষ প্রফেসর ডা. মনিরুজ্জামান জানান, গতকাল থেকে আরটিপিসিআর ল্যাবে স্বাভাবিক প্রক্রিয়ায় করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।