হোম > ছাপা সংস্করণ

বিশ্ব শান্তি কামনায় শেষ হলো ইজতেমা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে সারা বিশ্বের সব মানুষের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইছামতী নদী তীরের পূর্ব ভরনশাহী ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে গতকাল শনিবার সকাল থেকে হাজারো মানুষের ঢল নামে।

ইজতেমা ময়দান পূর্ণ হওয়ার পর রাস্তা ও আশপাশের বাড়ির যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নিয়েছেন। গতকাল দুপুর ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা ২৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের মুরব্বি হযরত মাওলানা আব্দুল মতিন। ২৬ মিনিটের এ মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং সারা বিশ্বের মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় মুসল্লিদের আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশে ঢাকা কাকরাইল মসজিদ, বগুড়া মার্কাজ মাদ্রাসাসহ বিভিন্ন জায়গার মুরব্বিরা বয়ান পেশ করেছেন। তিন দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে ঢাকার কাকরাইল মসজিদের আলমী শুরার তত্ত্বাবধানে।

ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন, শেষ পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সমাপ্ত হয়েছে। ইজতেমা থেকে ১০টি চিল্লার জামাত তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি তিন চিল্লার জামাত ও নয়টি এক চিল্লার জামাত। টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে চিল্লার জামাতের মুসল্লিরা ইসলামের দাওয়াতি কাজে দেশজুড়ে ছড়িয়ে পড়বেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে জানান, পুলিশ কন্ট্রোল রুমসহ ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের সদস্যরা নিয়োজিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা শেষ হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ