তাহিরপুরের জাদুকাটা নদীর পাড় কেটে বালু তুলতে বাধা দেওয়ায় ফিরুজা বেগম (৩০) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনায় গৃহবধূর স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন-মোদেরগাঁও গ্রামের মনির মিয়া (২৫) তাঁর ভাই জাকির মিয়া (২২), নুরুজ্জামান (২৮) ও মানিক মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনির মিয়া অভিযুক্তদের একটি দল ওই এলাকার জাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি করে আসছে। মঙ্গলবার ভোরে ফিরুজা বেগম তাঁদের বাড়ির সামনে নদীর পাড় কাটতে বাধা দেন। এ সময় উত্তেজিত হয়ে জাকিরের হাতে থাকা লোহার রড দিয়ে ফিরুজার মাথায় আঘাত করে। সঙ্গে থাকা মনির, নুরুজ্জামানও তাঁকে মারধর করে। এ সময় ফিরুজার স্বামী বাঁচাতে গেলে তাঁকেও আঘাত করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।