বরগুনায় নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা প্রেসক্লাবের ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সঞ্জীব দাস মানববন্ধনে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন, বরগুনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক ও বরগুনা লোকবেতারের স্টেশন পরিচালক মনির হোসেন কামাল, চিত্র রঞ্জন শীল, অ্যাডভোকেট সঞ্জীব দাস, সোহেল হাফিজ প্রমুখ।
মানববন্ধনে যাত্রীদের জানমাল রক্ষায় বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে–এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তা দিতে হবে, লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না, লঞ্চে অতিরিক্ত লাইফ বয়া, লাইফ জ্যাকেট ও অগ্নি নির্বাপণ যন্ত্র নিশ্চিত করতে হবে, যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ও যাত্রী হয়রানি করা যাবে না, দক্ষ শ্রমিক দিয়ে লঞ্চ চালাতে হবে এবং লঞ্চের ফিটনেস সার্টিফিকেট নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সাইক্লিং সোসাইটি বরগুনা, চাইল্ড হেভেন একাডেমি বরগুনা, বরগুনা সাইক্লিং কমিউনিটি, সানমুন একাডেমিসহ বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।