ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেমের গল্প বলতে এসেছিল ‘মন ফাগুন’। গত বছরের ২৬ জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছিল সিরিয়ালটির প্রচার। এ পর্যন্ত প্রচারিত হয়েছে ‘মন ফাগুন’-এর ৩৮১টি পর্ব। এক বছরের মাথায় এসে শেষ হচ্ছে এর প্রচার। জানা গেছে, আজ হবে সিরিয়ালের শেষ দিনের শুটিং।
ঋষি ও পিহুর সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে মন ফাগুনের কাহিনি। ছোটবেলার বন্ধু ঋষি ও পিহু। একটি ঘটনার জেরে দুজন আলাদা হয়ে যায়। বড় হয়ে আবার তারা মুখোমুখি। তারপর থেকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় দুজনকে। মন ফাগুন সিরিয়ালে ঋষির চরিত্রে আছেন শন বন্দ্যোপাধ্যায়। আর পিহুর ভূমিকায় সৃজলা গুহ। এ সিরিয়াল দিয়েই টিভি পর্দায় অভিনয়ে অভিষেক হয়েছে সৃজলার। এক বছর পার হতে না-হতেই ‘মন ফাগুন’ বন্ধের খবরে মন খারাপ তাঁর। অভিনেত্রী জানান, এই ধারাবাহিক তাঁকে অনেক কিছু দিয়েছে। তবে সবচেয়ে বড় পাওনা গীতশ্রী রায়।
‘মন ফাগুন’ ধারাবাহিকে ঋষির বোনের ভূমিকায় অভিনয় করছেন গীতশ্রী। পর্দা ও পর্দার বাইরে সৃজলার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। গীতশ্রী বলেন, ‘কাজ করতে করতে একটা পরিবার হয়ে গিয়েছিলাম আমরা। আর সৃজলার কথা কী বলি। ভীষণ মিষ্টি একটা মেয়ে। সিরিয়াল শেষ হলেও ওর সঙ্গে সম্পর্ক কখনোই শেষ হবে না।’
সিরিয়ালটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট। নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। জানা গেছে, ২১ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’-এর শেষ পর্ব। পরদিন থেকে একই সময়ে শুরু হবে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’।