হোম > ছাপা সংস্করণ

সৈয়দপুরে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ফিল্মি স্টাইলে ডিম ব্যবসায়ীর দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির কাছে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোরের ডিম সংগ্রহে পিকআপের ড্রাইভার মো. আব্দুল বারেক এবং সহকারী মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম রোববার সকাল সাড়ে আটটার দিকে গাড়ি নিয়ে লালমনিরহাটে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় তাঁরা পিকআপটি বাইপাস সড়কের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পেছন থেকে এসে গাড়ির গতিরোধ করে। পরে তাঁরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভারের বুকে পিস্তল ঠেকিয়ে গাড়িতে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, সকাল থেকে জেলা সদরের একটি জরুরি সভায় আছি। তাই ছিনতাইয়ের এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর-পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫শ টাকা ছিনতাই হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ