রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মহরম আলী (৫৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। মহরম আলী নরসিংদীর রায়পুরা উপজেলার সওদাগরকান্দি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
মহরম আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী বুলবুলি বেগম জানান, মহরম তেজগাঁও পশ্চিম নাখালপাড়া ১৫৪/১ নম্বর বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন। নাখালপাড়া হোসেন আলী স্কুলসংলগ্ন রেললাইনের পাশে সবজি বিক্রি করতেন। সকালে সবজির দোকানের পাশেই রেললাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন মহরম আলী। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।