পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে পিতা শাহাবুদ্দীন সরদার ও পুত্র রাকিব হোসেন আহত হয়েছেন। আহতদের এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে শাহাবুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী মিজানুর সরদারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গত সোমবার বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ মিজানুরেরা জোর করে ঘর বাঁধার সময় শাহাবুদ্দীনের মা বাঁধা দেয়। কিন্তু তাঁরা বাঁধা না মেনে ঘর নির্মাণ করতে থাকে।
শাহাবুদ্দীনের ছেলে ও মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, ‘আমার পিতা ও ভাইয়েরা বাড়ি না থাকার সুযোগে এ ঘর বাঁধা শুরু করে। আমরা প্রতিপক্ষ মিজানের কাছে সন্ধ্যার সময় গজালিয়া বাজার মোড়ে বিষয়টি জিজ্ঞেস করলে হাসানুজ্জামানের নির্দেশে তাঁরা আমার পিতা শাহাবুদ্দী সরদার ও ভাই রাকিব হোসেনকে পিটিয়ে আহত করে ঘরে আটকে রাখে।’
তিনি আরও বলেন, ‘পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রতিপক্ষ ও মামলার ২ নম্বর আসামি মো. রশীদ মোল্লাকে (৫২) আটক করে।’
এ বিষয়ে টিএম হাসানুজ্জামান বলেন, ‘মিজানুর সরদার আমার আত্মীয়। এখনে কোনো মারামারির ঘটনা ঘটেনি বা আমি এসবের সঙ্গে সম্পৃক্তও না। অহেতুক আমার নামে মামলা করেছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা স্থল থেকে রশিদ মোল্লাকে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।