হোম > ছাপা সংস্করণ

মশার উপদ্রব বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মহানগরীতে মশার উপদ্রব বন্ধের দাবি জানিয়েছেন খুলনার নাগরিক সমাজের নেতারা। গতকাল সোমবার দুপুরে নগরীর হাজী মেহের আলী সড়কে সংগঠনের সদস্যসচিবের চেম্বারে আয়োজিত তাদের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। এ কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ খুবই অপ্রতুল। মশার উপদ্রব ঠেকাতে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি এবং আপাতদৃষ্টিতে আন্তরিকতা ইত্যাদির অভাবের কারণে সমস্যা প্রকট হয়ে উঠেছে।

মশার উপদ্রব বন্ধে সংবাদ সম্মেলনে ৬ দফা সুপারিশমালা পেশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, (১) ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা, (২) মশার সম্ভাব্য প্রজনন স্থানসমূহ চিহ্নিত করণপূর্বক ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, (৩) মশা বৃদ্ধির মৌসুমের শুরুতেই পর্যাপ্ত ওষুধ ছিটানোর ব্যবস্থা, (৪) পর্যবেক্ষণ অনুযায়ী মশা মারার কাজে ব্যবহৃত ওষুধ অনেকটাই অকার্যকর বিধায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধের ব্যবহার, (৫) ওষুধ ক্রয়, সংরক্ষণ, ব্যবহারের সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ, দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং (৬) মশা নিধন কার্যক্রম পরিচালনা, ড্রেন পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব পালনে অবহেলা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ