ভালুকা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনটি পরিবারকে পাকা ঘর উপহার দিয়েছে যুবলীগ। গত শনি ও রোববার দুই দিনে ঘর হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কুল্লাব গ্রামের মানসিক প্রতিবন্ধী সুরমা বেগম, কাশর গ্রামের অসহায় নারী হামিদা খাতুন ও মেদিলা গ্রামের মো. খবির উদ্দিন মুন্সীকে একটি করে ঘর উপহার দেওয়া হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল তাঁদের কাছে চাবি ও ঘর বুঝিয়ে দেন।