হোম > ছাপা সংস্করণ

ও কেন এত সুন্দরী হলো

সম্পাদকীয়

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্য ছিল মান্না দের। পুলকের সঙ্গে অনেক স্মৃতিময় ঘটনা আছে মান্নার। তারই দুটো ঘটনার কথা বলা যাক।

সুরকার ঊষা খান্নার অনুরোধে পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন মুম্বাইয়ে। সেখানে তখন মান্না দে থাকতেন। মান্না দের স্ত্রী কন্যাদের নিয়ে কোথাও বেরিয়েছিলেন। বিকেলে কারও আসার কথা ছিল বলে মান্না দে রান্না করছিলেন। শখ করে মাঝে মাঝে রান্না করতেন তিনি। সেদিনও রান্না করছিলেন। এ সময় বেজে উঠল দোরঘণ্টি। দরজা খুলেই দেখেন পুলক! রান্নাঘরে গ্যাসের চুলোয় রান্না হচ্ছে। দরজা খুলে দিয়ে বসতে বলে মান্না ঢুকে পড়লেন হেঁসেলে। পুলক বন্দ্যোপাধ্যায় রান্নাঘরে এসে দেখেন মান্না দে রান্না করছেন।

পুলক জিজ্ঞেস করলেন, ‘ও, আপনি রান্না করছেন? কী রান্না?’

মান্না বললেন, ‘তা তো বলব না আগে থেকে। রান্না শেষ হোক। খেয়ে দেখুন।’

পুলকবাবু হেসে চলে গেলেন বসার ঘরে। সাদা কাগজে কী সব লিখলেন। মান্না এসে দেখেন, সাদা কাগজে জন্মেছে একটি কবিতা, ‘আমি শ্রীশ্রী ভজহরি মান্না।’ 
এই কবিতাটাই অনেক পরে ‘প্রথম কদমফুল’ সিনেমায় গান হয়ে এসেছিল।

আরেক দিনের কথা। সিন্ধ্রি নামে এক খনিপ্রধান অঞ্চলে গেছেন মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায়। পুলকবাবুর ভায়রাভাইয়ের বাড়িও ছিল ওখানে। সেই বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন দুজন। কিন্তু বাড়িটা চিনতে পারলেন না পুলকবাবু। গাড়ি থেকে নেমে একটা বাড়ির দোরঘণ্টি বাজালেন তিনি। মান্না দে বসে আছেন গাড়িতে। একটু পর পুলক বন্দ্যোপাধ্যায় হাসিমুখে ফিরে এসে বললেন, ‘মান্নাদা, আপনার গান তৈরি হয়ে গেছে।’

মান্না দে অবাক, ‘সেকি মশাই! আমি দেখলাম আপনি কলবেল টিপলেন। কে যেন দরজা খুলল। তারপর ফিরে এলেন। এর মধ্যে গান তৈরি হলো কী করে?’
পুলক বললেন, ‘ভুলবাড়িতে কলবেল টিপেছিলাম। খুললেন এক অসাধারণ সুন্দরী নারী!’

যে গানটি মনের ভেতর গজিয়ে উঠছিল পুলকের, সেটা হলো, ‘ও কেন এত সুন্দরী হলো?’

সূত্র: মান্না দে, জীবনের জলসাঘর, পৃষ্ঠা ১৯৫-১৯৬ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ