সাভারে আটা ও ময়দা বিক্রিতে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের নামাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, আটা ও ময়দা বিক্রির সময় ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে নিত্যপণ্য বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।