হোম > ছাপা সংস্করণ

২৭ বছর পর একসঙ্গে আফজাল-তুষার

২৭ বছর আগে চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহ উদ্দিন জাকীর রচনা ও পরিচালনায় আফজাল হোসেন ও তুষার খান অভিনয় করেছিলেন দুই বন্ধুর চরিত্রে। ওটাই ছিল টিভি নাটকে দুজনের একসঙ্গে অভিনয়। ‘আকাশ কুসুম’ নামের নাটকে আফজাল হোসেন অভিনয় করেছিলেন আকাশ চরিত্রে আর কুসুম চরিত্রে ছিলেন শাবনাজ। এরপর অবশ্য আফজাল হোসেনের নির্দেশনায় কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তুষার, তবে একসঙ্গে নাটকে অভিনয় আর হয়ে ওঠেনি।

২৭ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল ও তুষার। অভিনয় করলেন চ্যানেল আইয়ের ঈদের বিশেষ ধারাবাহিকে।

বেশ কয়েক বছর ধরেই চ্যানেল আইয়ের দর্শকদের জন্য আফজাল হোসেন নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ছোট কাকু সিরিজ’। সেই সিরিজের এবারের পর্বে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন তুষার খান। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

এ প্রসঙ্গে জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘সিরিজের এবারের কাজটি শুরু করেছিলাম করোনার আগে। দুই দিন শুটিংও করেছিলাম। করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় শুটিং বন্ধ হয়ে গেল। দুই বছর পর আবার কাজটি শুরু করেছি। এবার যেমন স্ক্রিপ্ট হয়েছে, সেখানে গল্পের প্রয়োজনেই চরিত্র বিবেচনায় তুষার খানকে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ভালো লাগছে, দীর্ঘদিন পর দুজন একসঙ্গে অভিনয় করতে পেরে।’

২৭ বছর পর আফজাল হোসেনের সঙ্গে একই ফ্রেমে কাজ করার অনুভূতি জানিয়ে তুষার খান বলেন, ‘ডাক্তার আমাকে নিষেধ করেছেন শুটিং করতে। কিন্তু আফজাল ভাইয়ের নির্দেশনায় এবং তাঁর সঙ্গে একই ফ্রেমে কাজ করার লোভটুকু সত্যিই সামলানো মুশকিল ছিল। তাই আবারও শুটিং করছি। খুব ভালো লাগছে। এ নাটকে আমাকে কমেডিয়ান চরিত্রে দেখা যাবে।’

এবার ঈদে চ্যানেল আইয়ে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রথম প্রথম প্রেম’ নাটকেও দেখা যাবে আফজাল হোসেনকে। আর তুষার খান জানিয়েছেন, আপাতত আরও কিছুদিন বিশ্রামে থাকতে চান তিনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ