২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বৈধভাবে জিতেননি বলে মনে করেন ৪০ শতাংশের বেশি মার্কিন। তবে এর পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। আর গত বছরের ৬ জানুয়ারির দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার মতো ঘটনা কয়েক বছরের মধ্যে ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকাংশ মার্কিনি। প্রায় ৩ হাজার মানুষের ওপর অ্যাক্সিয়স-মোমেনটিভের পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
জরিপের তথ্যমতে, ৫৫ শতাংশ মার্কিন বাইডেন বৈধভাবে জিতেছেন মনে করেন। ৬ জানুয়ারির ঘটনা গণতান্ত্রিক সরকার নিয়ে নিজেদের মনোভাব বদলে দিয়েছে বলে মত দিয়েছেন ৬৩ শতাংশ। মার্কিন গণতন্ত্রে বিশ্বাস করেন না প্রায় ৩৭ শতাংশ। তবে বিশ্বাস রাখেন ৪৯ শতাংশ। মার্কিন গণতন্ত্রে যাঁরা বিশ্বাস হারিয়েছেন, তাঁদের মধ্যে ৪৭ শতাংশ রিপাবলিকান এবং ২৮ শতাংশ ডেমোক্র্যাট।