গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার একটি জমি থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুবাইল থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুরে উদ্ধার হওয়া এ কঙ্কালের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরুষের কঙ্কাল।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে স্থানীয় এক দিনমজুর খেতে কাজ করার সময় প্রথমে মাটির মধ্যে মানুষের হাড়গোড় দেখতে পান। কিছুক্ষণ পর পাশেই তিনি মানুষের মাথার খুলি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে থানা-পুলিশ কঙ্কালের চারটি খণ্ডিত অংশ উদ্ধার করে। এগুলোর মধ্যে দুটি পা, একটি হাত ও মাথার খুলি রয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলে এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষের। উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় জানার জন্য ডিএনএ প্রোফাইল উদ্ধার করতে ঢাকায় সিআইডি ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।