হোম > ছাপা সংস্করণ

সবজির বাজারে ক্রেতার স্বস্তি, সংকট তেলের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিভিন্ন সবজির বাজারে এক সপ্তাহে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে মিলছে না সয়াবিন তেলের দুই ও পাঁচ লিটারের বোতল। দু-একটি দোকানে পাওয়া গেলেও দাম বেশি রাখা হচ্ছে।

এদিকে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে, তেল মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটোল ৪০, ঢ্যাঁড়স ২০ ও বেগুন ৩০ টাকা দরে। কৃষকেরা এসব সবজি পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করেছেন ৫ থেকে ৭ টাকা কেজিতে কম দরে।

বালিয়াডাঙ্গী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান কলি জানান, গত সপ্তাহে বাজারে আসা নতুন করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে করলার দাম কমে দাঁড়িয়েছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া পটোল, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির দাম ৪০ শতাংশ কমে গেছে।

করলা ও পটোলচাষি ধনিবস্তী গ্রামের আব্দুল হক বলেন, ‘এক সপ্তাহে সবজিখেতে কয়েক গুণ বেশি ফলন এসেছে। গত সপ্তাহে ১৫ শতক জমিতে পটোল তুলেছিলাম ২২ কেজি। চলতি সপ্তাহে ৫৫ কেজি পটোল তুলেছি। ফলন বৃদ্ধি হলেও দাম কিছুটা কমে গেছে।’

এদিকে ৬টি দোকান যাচাইয়ের পর ১ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা দিয়ে কিনে বাড়িতে ফিরছিলেন উপজেলার দুওসুও ঢেকনাপাড়া গ্রামের আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেল পরিমাণমতো নেই বললেই চলে। এসেছিলাম ৫ লিটার ওজনের বোতল কিনতে। না পেয়ে ১ লিটারের বোতল কিনে ফিরছি।’

বালিয়াডাঙ্গী বাজারের মুদিদোকানি রাজু জানান, কোম্পানিগুলোর কাছে ১০ বোতল তেলের চাহিদা দিলে ২ বোতল সরবরাহ করছে। তেল নিতে গেলে নতুন শর্ত জুড়ে দিয়েছে, চা-পাতা নিতে হবে। গেল এক সপ্তাহে কোনো কোম্পানিই তেল দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, নিয়মিত বাজার তদারক করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ