হোম > ছাপা সংস্করণ

অভিযানে অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের সঙ্গে জড়িত শিকারি ও ব্যবসায়ীরা পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মেহেরপুর গ্রাম থেকে ওই পাখিগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদ হোসেন এই আদালত পরিচালনা করেন।

পরে উদ্ধার হওয়া পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন বিলে ও উঁচু গাছে শীত মৌসুমে দেশীয় ও অতিথি পাখি আসে। কিন্তু কিছু অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি রাতের অন্ধকারে ফাঁদ পেতে ও সাউন্ড বক্সে কৃত্রিম পাখির ডাক/কণ্ঠ বাজিয়ে পাখি শিকার করে। এ সব অভিযোগে মঙ্গলবার সকালে গ্রামটিতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া পাখিগুলোকে অবমুক্ত হরা হয়। মো. ওয়াহিদ হোসেন আরও বলেন, পাখিগুলোকে উদ্ধার করা হলেও শিকারিরা পালিয়ে গেছে। তবে এ সকল পাখি শিকারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ