হোম > ছাপা সংস্করণ

আওয়ামী লীগ থেকে ৮ নেতা বহিষ্কার

মনিরামপুর প্রতিনিধি

২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান করায় যশোরের মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের আটজন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগ তাঁদের বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা কমিটিকে সুপারিশ করেছে।

বহিষ্কৃতরা মশ্মিমনগর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা।

বহিষ্কৃত নেতারা হলেন, নোয়ালী গ্রামের আবুল বাসার, পারখাজুরা গ্রামের কওসার আলী মাস্টার, মশ্মিমনগর গ্রামের শাহারিয়ার আলম খান, ভরতপুর গ্রামের আব্দুল হাই, মশ্মিমনগর গ্রামের আকবর আলী, পারখাজুরা গ্রামের শাহাজান মীর ও ফজলুর রহমান বিশ্বাস এবং কাঁঠালতলা গ্রামের রিজাউল করিম।

সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে কাজ না করে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুরের পক্ষে কাজ করছেন। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে স্পষ্ট কোনো প্রমাণ নেই।

এদিকে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় আটজনকে বহিষ্কারের বিষয় নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মশ্মিমনগর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আবুল হোসেন। বহিষ্কৃতদের পদপদবি জানা যায়নি।

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৯ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দলের বর্ধিত সভা হয়েছে। সেই সভায় এ আটজন অনুপস্থিত ছিলেন। সেদিন তাঁদের সাময়িক বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আরও বলেন, পরে রেজুলেশন আকারে গত সোমবার আটজনের নাম উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।’

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী বলেন, ‘বহিষ্কৃতরা নৌকার পক্ষে কাজ করছেন না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ