হোম > ছাপা সংস্করণ

চার বছরের সাজা খাটার ভয়ে ২৮ বছর পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চার বছরের সাজার ভয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন আমীর হোসেন (৬২) নামের এক ব্যক্তি। তবে দীর্ঘ সময় পালিয়ে থেকেও তার শেষ রক্ষা হয়নি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামি আমীর হোসেন সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়াম তলা এলাকার মৃত হাসিম দেওয়ানের ছেলে।

গত রোববার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গত সোমবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন। তিনি বলেন, ১৯৯৪ সালের মামলায় আমীর হোসেনকে চার বছরের সাজার রায় দেন আদালত।

এরপর থেকেই প্রায় তিন দশক ধরে তিনি পলাতক ছিলেন। পলাতক জীবনে আমীর হোসেন পুলিশের ভয়ে পরিবারের তেমন খোঁজখবর রাখেননি। মাঝেমধ্যে মোবাইলে পরিবারের খবর নিত।

ফারুক হোসেন আরও বলেন, ‘বিষয়টি জানার পর আমি বিট পুলিশিংয়ের সদস্যদের নিয়ে আমীর হোসেনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝাতে চেষ্টা করি, আত্মসমর্পণ করলে চার বছরের স্থলে হয়তো তিন বছর বা সামান্য এদিক-সেদিক সাজা ভোগ করতে হবে। এরপর তিনি উন্মুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

এই বিষয়টি বুঝতে পেরে আমীর হোসেনের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাঁকে আত্মগোপন ছেড়ে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণে বাধ্য করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ