সোনা ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সাভার মডেল থানা-পুলিশ। গত বুধবার বিকেলে সাভারের নামা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। এ সময় নিরাপত্তা বৃদ্ধিতে ব্যবসায়ীদের নানা নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোনার দোকানের সব কর্মীদের নাগরিক তথ্য সংগ্রহ করে রাখার তাগিদ দেওয়া হয়েছে। নাগরিক তথ্য জমা না নিয়ে কাউকে যেন নিয়োগ না দেওয়া হয়। এ ছাড়া অত্র এলাকায় নৈশপ্রহরীদের পাহারা আরও জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
বুধবার সাভার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নামা বাজার এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূরে আলম সিদ্দিকী নিউটন, নামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রদীপ কুমার।
সম্প্রতি সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাটে ১৭ সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।