শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের পাঁচটি হল কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি এস এম সজিব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। নবাব সিরাজুদ্দৌলা হলের সভাপতি মারুফ হাসান সনেট ও সাধারণ সম্পাদক মাসুদ আলম। শেরেবাংলা হলের সভাপতি উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত শেখ। বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের সভাপতি আসিফা আক্তার জামিয়া ও সাধারণ সম্পাদক আকিলা কাদের সূচনা। কৃষকরত্ন শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী আনোয়ার ও সাধারণ সম্পাদক দিল জাহান জিনিয়া।