নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগে দশম শ্রেণির ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলার একটি বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই শিক্ষার্থী নাটোর সদর উপজেলার বাসিন্দা।
ওই ছাত্রীর অভিযোগ সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে তাকে উত্ত্যক্ত করত ওই কিশোর। কয়েক দিন আগে সে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তাকে অনুরোধ করে। যেতে না চাইলে আত্মহত্যার হুমকি দেয়। পরে তার বাড়িতে না নিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। গত শুক্রবার সে ভিডিও দেখিয়ে পুনরায় তাকে নিয়ে যেতে চাইলে তার সহপাঠীরা তাকে আটক করে রাখে। গতকাল শনিবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসার জন্য মিটিং চলা অবস্থায় পুলিশ ওই কিশোরকে আটক করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে দেওয়া ফোনের ভিত্তিতে এক কিশোরকে আটক করা হয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।