হোম > ছাপা সংস্করণ

১২০ টাকায় চাকরি পেলেন ১০০ জন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে অনলাইনের মাধ্যমে ১২০ টাকা জমা দিয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন ১০০ জন। গতকাল রোববার তাঁদের জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। জেলায় ৮৭ জন পুরুষ ও ১৩ জন নারী এতে নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১০০ পদের বিপরীতে ৩ হাজার ৭২২ জন আবেদন করেন। ২০ মার্চ থেকে যাচাইবাছাই শুরু হয়। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে গত শনিবার রাতে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করা হবে। পরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে চূড়ান্ত মেডিকেল টেস্টের মাধ্যমে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ প্রমুখ।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আইজিপির উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষার আগে কোনো প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ