ঝিনাইদহের কোটচাঁদপুরে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার পুলিশ আসামিদের গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠায়।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী জানান, সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৯ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের মেহেদি হাসান, পৌর শহরের দুধসরা গ্রামের তাইজুল ইসলাম, খাইরুল ইসলাম, মোস্তফা হোসেন, কোটচাঁদপুর আদর্শ পাড়ার পিন্টু মিয়া, কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের জুলফিকার আলী, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মর্জিনা খাতুন, হাশেম আলী, স্বপন হোসেন। গতকাল সকালে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।’