মেঘনা উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আজ রোববার সাতটির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান হবে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করাবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ দিন উপজেলার গোবিন্দপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, রাধানগরের মজিবুর রহমান, মানিকারচরের মো. জাকির হোসেন, ভাওরখোলার সিরাজুল ইসলাম, বড়কান্দার ফারুক হোসেন, চালিভাঙার মো. হুমায়ুন কবির, চন্দনপুরের মো. আহসান উল্যাহ শপথগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রতি ইউপির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে লুটেরচর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে শপথগ্রহণ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তাই এই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ করা হচ্ছে না।