বরিশাল প্রতিনিধি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ডিজেল-কেরোসিনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল রোববার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ শেষে বাসদের বিক্ষোভ মিছিল নগরী প্রদক্ষিণ করে।
বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তৃতা করেন সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের মানিক হাওলাদার, রিকশা-ভ্যান শ্রমিক নেতা দুলাল মল্লিক প্রমুখ।