রাজাকারের প্রতীকী ফাঁসির মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মর্তুজা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।