ফেনী প্রতিনিধি
প্রবাসীদের সুবিধার্থে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক খোলা হয়েছে। এই ডেস্কে যোগাযোগের জন্য একটি হটলাইন (+৮৮০১৩২০১১২৯৬৫) নম্বর সার্বক্ষণিক খোলা থাকবে। এতে জেলার যেকোনো প্রবাসী দিন-রাত ২৪ ঘণ্টা নিজের অথবা পরিবারের যেকোনো সেবার জন্য ফোন দিয়ে সেবা নিতে পারবেন। শুক্রবার সকাল থেকে প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রম শুরু হয়েছে।
ফেনী জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের প্রতিশ্রুতি অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।