হোম > ছাপা সংস্করণ

ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।

লালমনিরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন স্টিকার লাগানো গাড়িতে করে রংপুরসহ সারা দেশে মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা-রংপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুরগামী একটি মোটরসাইকেল সন্দেহমূলকভাবে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে হাতিবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন কবির বলে পরিচয় দেন।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘হুমায়ুন কবির নামে হাইওয়ে থানায় কনস্টেবল পদে একজন কর্মরত আছেন। তিনি আজ একটি চিঠি নিয়ে বগুড়া যাচ্ছিলেন, পথে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোকজন আসেনি। আসলে বিস্তারিত জানাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ