হোম > ছাপা সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হঠাৎ বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রতিদিনই স্কুল ছুটি হওয়ার পর আধিপত্য বিস্তার নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অভিভাবকেরা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নানান মন্তব্য করেন অনেকে। রাসেল আহমেদ নামের একজন লিখেন, ভিডিও ফুটেজ দেখে এদের আইনে আওতায় আনা জরুরি। বোরহান চৌধুরী নামের একজন লিখেন, বিষয়টা খুবই দুঃখজনক। নজরুল ইসলাম লিখেন, কিশোরদের জন্য একটি নতুন আইন প্রণয়ন করা দরকার। মোজাম্মেল চৌধুরী লিখেন, এসব ঘটনায় প্রতিদিন আতঙ্কিত হয়ে পড়ে পথচারীরা। তিনি এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. রহুল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়। তবে তাদের সংঘর্ষের কারণ জানা যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ