পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নে চেয়ারম্যানের সামনে সালিসে চারজনকে মারধর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের মুনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে হামলাকারীরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক।
হামলায় আহতরা হলেন জটিল মুখার্জি, তাপষ মুখার্জি, দেবাশিষ মণ্ডল এবং চেয়ারম্যানের সমর্থক মহিববুল্লাহ।
জানা গেছে, সুবাশ বিশ্বাস ও ছেলে আকাশ বিশ্বাসের মধ্যে গরু বিক্রির টাকা নিয়ে ঝামেলা হয়। সেই ঝামেলা সমাধানে গত বৃহস্পতিবার রাতে সারেংকাঠি ইউনিয়নে মুনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সালিস বসে।
আহত জটিল মুখার্জির অভিযোগ, চেয়ারম্যান নজরুল ইসলাম লোক দিয়ে সুবাশ বিশ্বাসকে অন্যায়ভাবে মারধর করতে চাওয়ায় তা বাধা দেওয়ায় সালিসে ওই ঘটনা ঘটে।
আকাশ বিশ্বাস বলেন, আমি একটি গরু কিনে বাবাকে পালন করতে দিয়েছিলাম। গরুটি বাবার পরামর্শে একটি ঘর তোলার জন্য বিক্রি করে দেই। বাবাকে কোনো টাকা দিইনি। বাবা সেই টাকার ভাগ নিতে চেয়ারম্যানের কাছে নালিশ দেন বাবা। চেয়ারম্যান বিষয়টি নিয়ে সালিসের জন্য গত বৃহস্পতিবার রাতে স্কুলে বসেন। এ সময় তিনি বাবাকে বলেন, আপনি এখান থেকে যান। ওকে মাইর দিলে আপনার স্ব-চোখে দেখতে কষ্ট হবে বলে। এ সময় জটিল মুখার্জি দাদা চেয়ারম্যানকে নিষেধ করেন। এতে জটিল মুখার্জিকে চেয়ারম্যানের লোকজন মারধর করেন।
চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি লোক দিয়ে কাউকে মারধর করিনি। উল্টো তাঁরা মহিবুল্লাহ নামে এক লোকের মাথা ফাটিয়েছে। সালিসে তাঁরা বাধা দিয়ে উল্টো অশান্তি সৃষ্টি করছে। আমি সব সময় এলাকার শান্তি চাই।