নিখোঁজ হওয়ার ৯ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা থেকে কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে পৌরসভার ঋষিপাড়ার একটি খালের কচুরিপানার নিচ থেকে ওই লাশ উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল।
এর আগে র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তাঁদের দেওয়া তথ্য মতে পরে ফয়সাল আহাম্মেদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল আহাম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল আহাম্মেদ নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহাম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র্যাবের সদস্যরা ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁরা দুজন ফয়সাল আহাম্মেদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে তাঁদের বাড়ির পাশের একটি খালে লাশ ফেলে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখেন। পরে আসামিদের জবানবন্দি অনুযায়ী খালের কচুরিপানা পরিষ্কার করে ফয়সালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।