হোম > ছাপা সংস্করণ

দুই মামলায় গ্রেপ্তার ৬

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে র‍্যাবের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার র‍্যাব-৭ এর উপপরিচালক (ডিএডি) মো. কফিল উদ্দিন বাদী হয়ে ভুজপুর থানায় মামলা দুটি করেন।

এক মামলায় একজনকে এবং অপর মামলায় বাগানের ব্যবস্থাপকসহ ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় চা বাগানের ব্যবস্থাপকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা বাগানের অভ্যন্তর থেকে তাঁদের আটক করেন।

গ্রেপ্তার অপর পাঁচজন হলেন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. আবদুল হালিম, বাগানের পঞ্চায়েত সভাপতি অপু কুর্মী, শ্রমিক টিটু ঘোষ, শ্রমিক শম্পা রানী এবং উর্মি রানী।

ভুজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘র‍্যাবের পক্ষে ডিএডি মো. কফিল উদ্দিন বাদী হয়ে দুটি মামলা করেছেন। ইতিমধ্যে ছয়জনকে র‍্যাব আটক করেছে। গতকাল তাঁদের থানায় সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

উল্লেখ্য, গত সোমবার বিকেলে উপজেলার বারমাসিয়া চা-বাগানের অভ্যন্তরে মদ পানে জড়িতদের আটক করতে গেলে র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এতে র‍্যাবের পাঁচ সদস্য এবং এক শ্রমিক আহত হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ