হোম > ছাপা সংস্করণ

তাড়াশ ও আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

তাড়াশ ও আদমদীঘি প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ ও বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সঙ্গে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিমের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

আদমদীঘি: যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল বগুড়ার আদমদীঘিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালিত হয়। আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ