হোম > ছাপা সংস্করণ

‘ঐক্যবদ্ধ থাকলে সব পদেই বিজয়ী হবেন নৌকার প্রার্থী’

কুমিল্লা প্রতিনিধি

নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সব পদেই নৌকার প্রার্থী বিজয়ী হবেন বলে মনে করছেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

গত শনিবার রাতে নগরীর রামঘাটে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বাহার বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কুমিল্লা সিটিতে আমরা মেয়র এবং ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারব।’

কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শনিবার রাতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ বাহার ও নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে সাংসদ বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কুমিল্লার মানুষকে বিভ্রান্ত করতে কাউন্সিলর হওয়ার শক্তি নাই তাঁরাও নমিনেশন চেয়েছে। আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কথা দিয়েছি মেয়র পদ উপহার দেব।’

সভায় উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমাদের প্রার্থী জয় লাভ করবে। জয়ের কোনো বিকল্প নাই। মেয়র পদটিতে জয় লাভ করার জন্য প্রয়োজনীয় সব করতে হবে।’

মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনাকে মেয়র পদটি উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ