শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা এসেছে কষ্টে। শেষ পর্যন্ত অবশ্য মুখে তিন পয়েন্টের হাসি হেসেছে বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে জয়ের ধারাটা আজ ভারতের বিপক্ষেও বজায় রাখতে চায় তানভীর হোসেনের দল।
ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মুখোমুখি হবে যুবারা। দ্বিতীয় ম্যাচের আগে মাত্র এক দিন বিরতি থাকায় অবশ্য ভারী কোনো অনুশীলন করেননি ফুটবলাররা। গতকালের হালকা অনুশীলনের মধ্যে ছিল টিম হোটেলে আইস বাথ, কন্ডিশনিং ও পুল সেশন। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন মিরাজুল ইসলাম। ভারতের বিপক্ষেও গোল করতে চান বলে গত পরশু ভিডিও বার্তায় জানিয়েছেন মিরাজুল, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি, ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব।’