উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শেষ হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী নিঙোল চাকৌবা উৎসব। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের খাদ্য ও জনস্বাস্থ্য বিভাগীয় মন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ। বিশেষ অতিথি ছিলেন মনিফুরের রাজা ও বিধান সভার সদস্য রৈশেম্বা সানাজাওবা, সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ও পেট্রিওটিক রাইটার্স ফোরাম মণিপুরের সভাপতি য়াই স্কুল খুয়ালাকপম।
সভাপতিত্ব করেন মণিপুরি কালচার সেন্টারের সভাপতি জয়ন্ত কুমার সিংহ।