বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিন উপজেলায় কারাতে প্রশিক্ষণার্থীদের মধ্যে হলুদ বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। গত ২২ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই কারাতে প্রশিক্ষণ হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।