হোম > ছাপা সংস্করণ

পাটগ্রামে বিএসএফের সীমান্ত আইন লঙ্ঘন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সামান্য বিষয়ে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা।

গত শনিবার রাত ৯টার দিকে জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি উত্তরবর্ডার গ্রাম সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলার ও ১৫ ও ১৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতের কোচবিহার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের নলঙ্গিবাড়ি ও সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের টহল দলের ১০ থেকে ১৫ সদস্য প্রায় ১০০ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

গ্রামবাসীর অভিযোগ, বেশ কিছুদিন থেকে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া পার হয়ে শূন্যরেখার প্রায় ৩০ থেকে ৫০ গজ কোনো কোনো সময় ১০০ থেকে ১৫০ গজের মধ্যে প্রবেশ করেন।

জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭০) বলেন, ‘শনিবার রাতে অবৈধভাবে ভারতীয় শতাধিক বিএসএফ সদস্য গ্রামে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে। প্রায়ই বিএসএফ প্রবেশ করে।’

খারিজা জোংড়া বিজিবি সদর কোম্পানি কমান্ডার আব্দুর রহমান জানান, ‘গত রোববার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে প্রবেশের বিষয় জানতে চাওয়া হয়। জবাবে বিএসএফের সাতগ্রাম কমান্ডার সবায় সিং ও ক্যাম্প কমান্ডার বাইদিয়া প্রবেশের ঘটনা অস্বীকার করেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ