হোম > ছাপা সংস্করণ

মতলব উত্তরে বাড়ছে চুরি, এলাকায় আতঙ্ক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ছে চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকার বসতঘর ও দোকানে রাতের বেলায় সিঁদ কেটে এসব চুরি হচ্ছে বলে জানা গেছে। ফলে চুরির আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী।

সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের আবুল কাসেমের ঘরে সিঁদ কেটে চুরি হয়। তাঁর ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরেরা। আবুল কাশেম বলেন, চুরি হওয়ার ৩ দিন আগে ২৬ হাজার টাকা দিয়ে মোবাইল ফোনটি কেনেন তিনি। সিঁদ কেটে সেই মোবাইলটি চুরি করে নিয়ে চোর।

এর আগে ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ব্রাহ্মণচক গ্রামের ইসমাইল হোসেন দিপুর বসতঘরেও চুরি হয়। মালিক দিপু বলেন, ‘আমার ঘর থেকে এলইডি টিভি ও অন্যান্য মালামাল চুরি হয়।’

এদিকে ২৫ জানুয়ারি গভীর রাতে উপজেলার ব্রাহ্মণচক বাবুর আলী মার্কেটের হেলাল প্রধানের দোকানে চুরি হয়। দোকানমালিক হেলাল প্রধান বলেন, ‘চোরেরা আমার দোকানের তালা ভেঙে টাকা, সিগারেট, বিস্কুটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।’ এর আগেও বাবুর আলী মার্কেটের মুদিদোকানদার মোহন তালুকদারের দোকানে চুরি হয় বলে জানা গেছে। মোহন তালুকদার বলেন, ‘একাধিকবার আমার দোকানে চুরি হয়েছে। টাকা, সিগারেট ও দামি মালামাল চুরি করেছে চোরেরা।’

একই মার্কেটের ইভা স্টোরেও একাধিকবার চুরি হয়েছে। ইভা স্টোরের মালিক ইকবাল হোসেন বলেন, ‘একাধিকবার চুরি করে আমাকে নিঃস্ব করেছে চোরেরা। আমার দোকানের চালের ওপরের টিন কেটে দোকানে প্রবেশ করে চোরেরা। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

উপজেলার বিভিন্ন পেশার লোকজনদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, যেখানে-সেখানে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল আজকের পত্রিকাকে বলেন, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ